কলকাতা, ডিসেম্বর ২৪: কলকাতার বিশ্ব জাগৃতি মিশন ট্রাস্ট সংস্থা, রবিবার দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলির ১০১ জন বাঙালি দম্পতির একটি গণবিবাহ সংগঠিত করেছে। আয়োজনটি শহরের পি.সি. চন্দ্র গার্ডেন অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা সকল নববধূ-বর এবং তাদের আত্মীয়দের জন্য একটি বসার এলাকা দেওয়া ছাড়াও পৃথক বিয়ের তাঁবু স্থাপন করা হয়। যারা নিজেদের বিয়ের খরচ বহন করতে পারবেন না এইরকম অনেক বর-কণে প্রথাগত ঘাগরা এবং শেরওয়ানি পরিধাণ করে গণবিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বাঙালী ঐতিহ্য অনুযায়ী বিবাহ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যৌতুক বা পণের কোনো ব্যাপারও নেই এখানে। আধ্যাত্মিক গুরু সুধাংশু মহারাজ এবং বিশিষ্ট ব্যক্তিগণ সদ্য বিবাহিত দম্পতিদের আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানে হাজির ছিলেন।
বিশ্ব জাগৃতি মিশন ট্রাস্ট সংস্থা নবদম্পতিদের প্রত্যেককে একটি আলমারী, চাবি রিং, ট্রলি লোহা (প্রেস), স্টিল, কুক ওয়ার, বালিশ, বিছানা, অলঙ্কার, শাড়ি, সাবান এবং এক মাসের রেশন সমেত অনেক কিছু মৌলিক প্রয়োজনীয় জিনিস উপহার দিয়েছে।
কলকাতার বিশ্ব জাগৃতি মিশন ট্রাস্টের সেক্রেটারি সুশীল গোয়েঙ্কা বলেন, কলকাতার এই ট্রাস্ট দ্বারা এই নিয়ে পঞ্চম বার গণবিবাহ পরিচালিত করা হলো। তিনি আরও বলেন, গত দশ বছরে ৫০০ জন দম্পতি এই গণবিবাহ অনুষ্ঠানে বৈদিক রীতিনীতি অনুযায়ী বিবাহিত হয়েছেন।
ছবিঃ এ এন আই
Be the first to comment