
রোজদিন ডেস্ক, কলকাতা:- শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার বিকালে শিয়ালদহ সেলস ট্যাক্সের পাশে বরফকল এলাকায় একটি দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল ওই দোকানের ফুটপাত সংলগ্ন পাশাপাশি বেশ কয়েকটি দোকানে নিমেশের মধ্যে আগুন ছড়িয়ে পরে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন নারকেলডাঙা থানার অতিরিক্ত ওসি বন্ধুচরণ পাল। পরে আরও দুটি ইঞ্জিন আসে। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, এ দিন বিকেলে নারকেলডাঙা থানা এলাকার বেলেঘাটা মেন রোডের সেলস ট্যাক্স অফিসের উলটো দিকে একটি দোকানে আগুন লাগে। হাওয়ার গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি, যে দোকানে আগুন লাগে, সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুন লাগার কারণ জানা না-গেলেও, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল।
স্থানীয়রা জানিয়েছেন, তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যা নিয়ে দমকলের আধিকারিক ডিকে দত্ত বলেন, “ঘন জনবসতি রয়েছে, বস্তি এলাকা। রান্নার গ্যাসের সিলিন্ডার থাকতে পারে। সেগুলিই বিস্ফোরণ হয়েছে। তবে, কোনও বড় ক্ষতি হয়নি। আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছি।”
তবে, এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা থেকে বেলেঘাটার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে আশেপাশের রাস্তাগুলিতে ট্রাফিক মুভমেন্টে সমস্যা দেখা দেয়। সন্ধ্যা পর্যন্ত একাধিক রাস্তা ঘুড়িয়ে দেওয়া হয়। এরফলে শিয়ালদহ দিকে আসা নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষেরা সমস্যায় পড়েন। এই অগ্নিকাণ্ডের জেরে আশেপাশের লোকজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষত, আশেপাশের দোকানদারদের মধ্যে।
দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিভে গেলেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছে। ফলে সেই পকেট ফায়ারগুলি নেভানো গেলে কুলিং প্রসেস শুরু করা যাবে। তবে, নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই।
Be the first to comment