
রোজদিন ডেস্ক, কলকাতা:- মোদির রাজ্যে বাজি কারখানায় ভয়াবহ আগুন! প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১৮ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার সকালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গুজরাতের শিল্পাঞ্চল দিশা শহরে।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকা প্রবল বিস্ফোরণ হয় ওই বাজি কারখানায়। সেখান থেকেই আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, কারখানার ছাদ উড়ে যায়। মানুষের দেহের ছিন্নভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এদিক ওদিক ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে দু’শো মিটার দূরে ধ্বংসস্তূপ ছড়িয়ে যায়। কারখানার ছাদ ভেঙে পড়ায় সেখানে আটকে পড়েন কর্মরত বেশকিছু শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনসকান্থার কালেক্টর, জেলা উন্নয়ন আধিকারিক, দমকল বাহিনী এবং পুলিশের একটি দল। উদ্ধার কার্য চলছে।
দিশার কালেক্টর মিহির প্যাটেল বলেন, “কারখানার ধ্বংসস্তূপের তলা থেকে এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। পুরো আরসিসি স্ল্যাবই ভেঙে পড়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। আরও কয়েকজনের দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছি। এই দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন। তাঁরা এখন স্থিতিশীল। কীভাবে বিস্ফোরণ হল, কেন হল, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক দলকেও ডাকা হয়েছে ৷” তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
Be the first to comment