কলকাতায় পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার দুপুরে ব্যস্ত পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের উল্টোদিকে কুইন্স মেনসনের একতলায় অবস্থিত একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে। কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। ভস্মিভূত হয়ে যায় দোকানের বেশিরভাগ অংশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই দোকানের পিছনে থাকা রান্নাঘরেই আগুন লাগে। কিন্তু দোকানের কর্মীদের অবশ্য দাবি, আগুন লেগেছে এসি থেকে। তারপর তা ছড়িয়ে পড়ে বাকি অংশে।
কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন। দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ এই বিভীষিকা লক্ষ্য করা যায় এবং দমকলের কাছে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজও শুরু হয়েছে। আগুনের লেলিহান এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ধোঁয়ার তীব্রতা এতটাই বেশি যে দমকল কর্মীদের মাস্ক পড়ে ভেতরে ঢুকতে হচ্ছে।

কুইন্স ম্যানসনের একজন প্রত্যক্ষদর্শী বাসিন্দা বলেন, তিনি এবং তার স্ত্রী টিভি দেখছিলেন, আগুন দেখে তারা নিচে নেমে আসেন। তারপর তিনি এমার্জেন্সি নাম্বারে কল করে দমকলে খবর দেন। এরপর দমকল এসে উপস্থিত হয়,এবং তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের বক্তব্য, ওই বিল্ডিং এ একাধিক নামী সংস্থার আউটলেট রয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত মিষ্টির দোকানে আগুন লাগে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এসির শর্ট-সার্কিটকেই ধরা হচ্ছে। তবে আসল কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*