মাস্টারদা

Spread the love

আর্যতীর্থ:

তোমার কথা আমরা কেমন ভুলেই গেলাম হে বিপ্লবী!

জানুয়ারীর বারো তারিখ অর্ধমৃত ঝুললে ফাঁসিকাঠের থেকে,

দাঁত ভেঙেছে, উপড়েছে নখ, তবু সে ক্ষীণ গলার স্বরে ভারতমায়ের জয়ধ্বনি করলে হেঁকে,

আজ স্বাধীন দেশে মাল্যবিহীন রইলো পড়ে তোমার ছবি,

হে বিপ্লবী!

স্বপ্নে ছিলো স্বাধীনতা, রক্তে ছিলো বিদ্রোহবীজ, হে বিপ্লবী!

তোমার যত ছাত্র ছিলো, তোমার কথায় অস্ত্র নিলো,

চট্টগ্রামে,

অসম সেই ভীষণ লড়াই, ব্রিটিশ শাসন উঠলো কেঁপে, মাস্টারদা, তোমার নামে,

আজকে তোমার শহীদদিনে, আমরা ভুলি বেবাক সবই,

হে বিপ্লবী!

শেষ চিঠিতে শেষ আকুতি স্বাধীন ভারত স্বপ্নে তোমার, হে বিপ্লবী!

অকথ্য সে অত্যাচারেও কারো কাছে নোয়াওনি ওই উঁচু মাথা,

কজন জানে সে ইতিহাস, কজনে আর মনে করে স্বাধীনতার পিছলপথের রক্তগাথা,

আজ শহীদদিনে তোমার পায়ে কৃতজ্ঞতার অঞ্জলি দেয় এই অকবি,

হে বিপ্লবী!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*