জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে কালো তালিকাভুক্ত করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করল অ্যামেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। গতকালই এই তিনদেশের পক্ষ থেকে আবেদনটি করা হয়। ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় হামলা চালায় জঙ্গিরা। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এরপরই বিভিন্ন মহল থেকে জইশ প্রধান মাসুদ আজাহরকে কালো তালিকাভুক্ত করার দাবি ওঠে। তবে অ্যামেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের এই আবেদনের বিরোধিতা করতে পারে চিন। কারণ ২০১৬ ও ২০১৭ সালে যখন নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট ও আলকায়দা স্যাংশন কমিটি এই একই দাবি করেছিল, তখন এর বিরোধিতা করে চিন। তবে চিনের U.N মিশন এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনও কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০০২ সালে জইশ-ই-মহম্মদকে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে জইশের মাথা মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু, কোনওবারই চিনের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামা হামলার পর নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এই হামলার সমালোচনা করলেও মাসুদ আজাহারকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার বিরোধিতা করে তারা।
Be the first to comment