মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা রাষ্ট্রসংঘের

Spread the love

মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত করলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা সংসদ। রাষ্ট্রসংঘের এই ঘোষণার পর একে ঐতিহাসিক জয় হিসেবেই মনে করছে ভারত। অর্থাৎ অবশেষে কুখ্যাত সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’র তকমা দিলো রাষ্ট্রসংঘ।


উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার নেপথ্যে ছিলো জইশ ই মহম্মদ। জইশের তরফ থেকে হামলার দায়ভার স্বীকার করা হলেও রাষ্ট্রসংঘে মাসুদকে জঙ্গি ঘোষণা করার প্রস্তাবে ফের বিরোধিতা করেছিল বেজিং। তবে, পুলওয়ামা হামলার পর থেকেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের তরফ থেকে বেজিংয়ের উপর চাপ দেওয়া হয় অবস্থান পরিবর্তনের জন্য। অবশেষে মিললো সাফল্য। আজকের এই সিদ্ধান্তের ফলে আজহারের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আটকে দেওয়া হবে অর্থনৈতিক লেনদেনও ।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়দা স্যাংশন কমিটির পক্ষ থেকে আজ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে। এর আগেও লস্কর-ই-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*