মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত করলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা সংসদ। রাষ্ট্রসংঘের এই ঘোষণার পর একে ঐতিহাসিক জয় হিসেবেই মনে করছে ভারত। অর্থাৎ অবশেষে কুখ্যাত সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’র তকমা দিলো রাষ্ট্রসংঘ।
উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার নেপথ্যে ছিলো জইশ ই মহম্মদ। জইশের তরফ থেকে হামলার দায়ভার স্বীকার করা হলেও রাষ্ট্রসংঘে মাসুদকে জঙ্গি ঘোষণা করার প্রস্তাবে ফের বিরোধিতা করেছিল বেজিং। তবে, পুলওয়ামা হামলার পর থেকেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের তরফ থেকে বেজিংয়ের উপর চাপ দেওয়া হয় অবস্থান পরিবর্তনের জন্য। অবশেষে মিললো সাফল্য। আজকের এই সিদ্ধান্তের ফলে আজহারের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আটকে দেওয়া হবে অর্থনৈতিক লেনদেনও ।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়দা স্যাংশন কমিটির পক্ষ থেকে আজ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে। এর আগেও লস্কর-ই-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
Be the first to comment