ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর এবার করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবারই প্রকাশ্যে এল সেই খবর। ব্রিটেনে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। চলছে লকডাউন। এর মধ্যেই শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও ভিডিও-তে জানিয়েছেন নিজের সংক্রমণের কথা। এরপরই আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সংক্রমণের কথা জানানোর কয়েক ঘণ্টা পরই হ্যানকক আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি জানিয়েছেন তাঁর উপসর্গ খুবই সামান্য, তিনিও আপাতত বাড়ি থেকেই কাজ করছেন।

এদিকে বরিস জনসনের সঙ্গীনী গর্ভবতী। তিনিও আইসোলেশনে আছেন বলেই মনে করা হচ্ছে।

ব্রিটেন জুড়ে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত। তার মধ্যে ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে তিনি কাজকর্ম সারবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ব্রিটেনে জারি হয়েছে লকডাউন।

ব্রিটেনেও তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । তিনি সোমবার লন্ডনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা ঘোষণা করেন।

বরিস জনসন জানিয়েছেন, এই লকডাউন চলাকালীন একবার ব্যায়াম, জরুরি পণ্যসামগ্রী ও ওষুধ কেনা ছাড়া কেউ আর ঘরের বাইরে পা রাখতে পারবে না। একসঙ্গে দু’জনের বেশি কোথাও জমায়েত করা যাবে না। আইন ভঙ্গকারীদের শাস্তির কথাও বলেছেন৷ সেক্ষেত্রে জরিমানা হবে ৩০ পাউন্ড । কেউ নির্দেশ না মানলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে বলে তিনি জানান৷

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য, এই তিন সপ্তাহে একমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ রাখা হবে। জনগনকে তিনি অবশ্যই বাড়িতে থাকতে বলেছেন। লাইব্রেরি, খেলার স্থান, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও এই সময় বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেন তিনি। পার্ক খোলা থাকলেও জনসমাগম সীমিত থাকবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*