কৃষকদের জন্য নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল। কৃষকরা ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা পাবেন, একথা ঘোষণা করলেন মমতা। আগে কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজার টাকা দেওয়া হত। ক্ষেতমজুর, বর্গাদাররাও ৪ হাজার টাকা করে পাবেন। ফলে লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হল বাংলার কৃষকদের।
কৃষকদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘সবরকমভাবে আমরা কৃষকদের পাশে রয়েছে। দেশে গত ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। বাংলা তার ব্যতিক্রম। আরও ২০ লাখ কৃষক কিষান ক্রেডিট কার্ড পাবেন। ৭০ লাখ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ৫০ হাজার একক পতিত জমি চাষযোগ্য করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে মোট ৬২ লাখ কৃষক। কৃষকদের মৃত্যুতে ২ লাখ টাকা দেওয়া হবে। ‘।
এদিন তিনি ঘোষণা করেন, ‘রাজ্যের ৬টি জেলায় রেকর্ড পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষি, পশুপালন এবং মৎস্যচাষ করা হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের কৃষকদের নোনা স্বর্ণ ধানের বীজ দেওয়া হচ্ছে। রাসায়নিক থাকছে কিটেও। ১৮৬টি কিষান মান্ডি তৈরি করা হয়েছে। অভাবি বিক্রি বন্ধ করতে তহবিল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না। ক্ষেত–মজুর–বর্গাদার পান না কেন্দ্রের প্রকল্প। বরং কৃষক বন্ধু প্রকল্পের অধীন ৬২ লক্ষ কৃষক চলে এলেন।’
এদিন নবান্ন সভাঘর থেকে ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলায় জেলাশাসকদের দফতর থেকে প্রকল্পের জন্য মাথাপিছু বরাদ্দ ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবারই কৃষকের হাতে পৌঁছে গেল টাকা। এত দ্রুততার সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন করায় স্বভাবতই উচ্ছ্বসিত কৃষকরা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না। বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে আনা হয়েছে। খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে। আজকে ২২টা জেলায় ৯ লাখ ৭৮ হাজার কৃষককে ২৯০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ জুলাই থেকে ৮ জুলাই রিভিউ করে দিয়ে দেব।’
নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানালেন, “নতুন চেহারায় কৃষকবন্ধু প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার ৷ এর ফলে এক একর অথবা তার বেশি জমি রয়েছে যে সব কৃষকের, তাঁরা দ্বিগুণ বার্ষিক ভাতা পাবেন এবার থেকে ৷ আগে যা ছিল ৫ হাজার টাকা, এবার তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা ৷”
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় ফিরলে কৃষকদের জন্য কাজ করবে তাঁর সরকার, এ কথা আগেই বলেছিলেন মমতা। ভোটের ফল ঘোষণার পর সেই কথাই রাখলেন মমতা। নির্বাচনী প্রচারে গিয়েও মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বাড়ানো হবে। কৃষকবন্ধু প্রকল্পের ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করার ব্যাপারে অনুমোদন দিয়েছিল মন্ত্রীসভা।
Be the first to comment