শুক্রবার সন্ধ্যায় মাথাভাঙ্গা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কমল দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল জনতা। কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ, তিনি গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ঘর যাদের পাইয়ে দিচ্ছেন, তাদের থেকে ঘুষ নিচ্ছেন ৪০ হাজার টাকা করে। তিনি নিজেই নাকি দখল করেছেন সেরকম তিনটি ঘর। তার ওপরে সম্প্রতি অনেকের বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী।
শুক্রবার এলাকার মানুষ বাড়ির সামনে মালপত্র পড়ে থাকা নিয়ে অভিযোগ জানাতে যায় পুর চেয়ারম্যানের কাছে। সেখানেই অভিযোগকারীদের মারধর করেন কাউন্সিলার স্বয়ং। তারপর তুলকালাম বেধে যায় কাউন্সিলারের বাড়ির সামনে। জনতা তাঁর পদত্যাগ দাবি করে। এলাকায় পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমলবাবু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
Be the first to comment