২০১৭ সালের জুলাইয়ে তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথেউস। মাত্র ছয় মাসের মধ্যেই তিনি আবার নেতৃত্বে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজের আগেই তিনি শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। পুনরায় অধিনায়ক হওয়ার পর বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবোয়ে। জয়ের জন্য ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কান দল। অ্যাঞ্জেলো ম্যাথেউসের শ্রীলঙ্কা দলকে ১২ রানে হারের তিক্ত স্বাদ দেয় জিম্বাবোয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২৯০/৬ (৫০ ওভার)। রাজা ৮১, মাসাকাদজা ৭৩, টেলর ৩৮
শ্রীলঙ্কা: ২৭৮/১০ (৪৮.১ ওভার)। থিসারা পেরেরা (৬৪), চান্দিমাল (৩৪), ম্যাথুস (৪২), কুশাল পেরেরা (৮০)
Be the first to comment