বিপজ্জনক আগ্নেয়গিরি মাউন্ট এটনা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে

Spread the love

ইউরোপের সবচেয়ে বিপজ্জনক জ্বলন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সিসিলি দ্বীপের ওপর অবস্থিত এই আগ্নেয়গিরি বছরে ১৪ মিলিমিটার করে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানের গবেষক ড. জন মার্ফি বলেন, ‘‘মাউন্ট এটনার এই সরে যাওয়ার দিকে সতর্কভাবে নজর রাখতে হবে। কারণ এর ফলে নানা ধরনের বিপদের শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত এ থেকে শঙ্কিত হওয়ার কিছু নেই, তবু এই আগ্নেয়গিরি দিকে সতর্ক নজর রাখতে হবে।”
ড. জন মার্ফি মাউন্ট এটনা সম্পর্কে গবেষণা চালিয়েছেন প্রায় ৫০ বছর ধরে। এই গবেষণায় তিনি এই পর্বতের নানা জায়গায় জিপিএস স্টেশন বসিয়েছেন। সামান্য নড়াচড়া হলেও এই স্টেশনের যন্ত্রে তা ধরা পড়বে।
সূত্রের থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*