বেশ বড় ধরণের ভূমিকম্প মেক্সিকোতে

Spread the love

ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চল। বেশ বড় ধরণের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। আমেরিকান জিওলোজিক্যাল সার্ভে থেকে পাওয়া খবরে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার রাতে হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়াক্সাসায়। ভূমিকম্পের কারণে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গত বছরের সেপ্টেম্বরেই শক্তিশালী একটি ভূমিকম্পে মেক্সিকোতে ২০০ জনের মৃত্যু হয়। মেক্সিকো সিটিতে এই ভূমিকম্পতে আতঙ্কিত হয়ে মানুষজন চিৎকার করতে করতে বিল্ডিংগুলো থেকে বেরিয়ে আসে। একটি ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে লাইটগুলো ঝুলে দুলতে থাকে এবং মানুষেরা বিল্ডিং থেকে ছুটে রাস্তায় বেরিয়ে এসে একে অপরকে জড়িয়ে ধরছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩৪৮ কিলোমিটার দূরবর্তী মেক্সিকো সিটিতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*