মায়াবতীর প্রচার বন্ধ ৪৮ ঘণ্টা

Spread the love

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বিএসপি প্রধান মায়াবতীকে সোমবার ৪৮ ঘণ্টা ভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মায়াবতী ৷ কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে প্রচার করতে চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেন বিএসপি সুপ্রিমো ৷ কিন্তু সেই আবেদনই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে,  বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের প্রচারে এসে ধর্মীয় ভাবাবেগ ব্যবহার করে মন্তব্য করার অভিযোগে মায়াবতীকে প্রচার বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার সকাল ৬ টা থেকে এই নিষেধাজ্ঞার সময়সীমা শুরু হয়। এই নিষেধাজ্ঞা অনুযায়ী মঙ্গলবার এবং বুধবার ২ দিন প্রচার বন্ধ রাখতে হবে বিএসপি প্রধান মায়াবতীকে ৷

অন্যদিকে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৭২ ঘণ্টার জন্য লোকসভা নির্বাচনের প্রচার বন্ধ রাখতে হবে যোগী আদিত্যনাথকেও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*