ভুতুড়ে ভোটারদের সন্ধানে এবার পথে মেয়র ফিরহাদ হাকিম

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে তৎপর হলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করবেন এই অভিযান।

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এসব করা হচ্ছে। দিল্লির নির্বাচন কমিশনের দফতরে থেকেই এসব কাজ করা হচ্ছে। তাই ভোটার তালিকা পরিষ্কার করতে হবে।’
সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় কালিঘাটে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভবানীপুর বিধানসভা এবং বন্দর এলাকার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরাদ হাকিম। কিভাবে কোন এলাকায় কোথায় কতো ভুয়ো ভোটার রয়েছে তাঁর অনুসন্ধান কিভাবে করা হবে সেই নিয়েই হয় বৈঠক।
সূত্রের খবর, এরপরই শনিবার থেকে শহর কলকাতায় মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে ভুয়ো ভোটার অনুসন্ধান অভিযান শুরু করবে মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল। এদিন মেয়র জানান, ‘তিনি নিজে সবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট অনুসন্ধান করবেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*