ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসাঞ্জোর বাঁধ নীল-সাদা করতে চেয়েছিল বাংলা। কিন্তু তাতে বাধা দিয়েছিলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতারা। ছ’দশকের এই বাঁধকে ঘিরে এ বার রাজনীতির জল গড়াতে পারে আদালত অবধি।
ম্যাসাঞ্জোর বাঁধ নীল-সাদা রঙ করা নিয়ে যে বিবাদ তৈরি হয়েছে, তা দ্য ওয়ালেই প্রথম প্রকাশ হয়। তা জেনে রাগে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব। ওই বাঁধের রক্ষণাবেক্ষণ করে বাংলার সেচ দফতর। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র দ্য ওয়াল-কে বলেন, “বাঁধে নীল-সাদা রঙ হচ্ছিল। সেই সময় বিজেপি-র বিশ-বাইশ জনের বাইক বাহিনী এসে তাতে বাধা দেয়। বাঁধের কিছু জায়গায় ওরা ভাঙচুরের চেষ্টা করে। তা ছাড়া বিশ্ব বাংলার লোগো উপড়ে ওরা ঝাড়খণ্ডের লোগো লাগিয়ে চলে যায়।” সৌমেন বাবু জানান, “ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারকে বলা হয়েছে সব রকম ব্যবস্থা নিতে।” গোটা ব্যাপারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে বলে জানান সৌমেনবাবু। এ ব্যাপারে তিনি কী নির্দেশ দেন তার অপেক্ষায় রয়েছে সেচ দফতর।
তবে ঝাড়খণ্ডের বিজেপি নেতারাও নাছোড়। তাঁদের বক্তব্য, বাঁধটা পশ্চিমবঙ্গ সরকার রক্ষণাবেক্ষণ করলেও তা ভৌগোলিক ভাবে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। বাঁধের গায়ে রঙ লাগিয়ে রাজনীতি করছে বাংলার শাসক দল। বিজেপি-তে তাতে কোনও রঙ লাগাতে চায় না। আমরা চাই বাঁধ যেমন ছিল তেমন থাকুক।
Be the first to comment