মশানজোড় জলাধার নিয়ে এবার শুরু হল বিবাদ

Spread the love
ময়ূরাক্ষী নদীর উপর মশানজোড় জলাধার । জলাধারের দেওয়ালে নীল সাদা রঙ করা হয়েছিল । তাই নিয়ে এবার বিবাদ শুরু তৃণমূল কংগ্রেস ও ঝাড়খন্ডের বিজেপি সরকারের মধ্যে ।
৩ অগস্ট তৃণমূল সরকারের কর্মীরা জলাধারটি রঙ করছিলেন ও এই কাজ চলাকালীনই তাঁদের বাধা দেয় বিজেপির যুব মোর্চা সংগঠন । যুব মোর্চার সভাপতি অমিত রক্ষিত জানিয়েছেন বিষয়টি নিয়ে ঝাড়খন্ডের সেচ দফতরে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা । আপাতত বন্ধ রয়েছে জলাধার রঙ করার কাজ ।
জলাধারটি ঝাড়খন্ডে অবস্থিত হলেও এটি দেখভালের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারেরই । সৌমেনসৌমেন মহাপাত্র জানিয়েছেন এই জলাধারটি নির্মাণ করেছিল পশ্চিমঙ্গ সরকার ও এটির রক্ষণাবেক্ষণ করে থাকে পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রক । তাই জলাধার রঙ করার সবরকম অধিকারই তাঁদের রয়েছে ।বীরভূমের জেলা সদর সিউড়ি থেকে ওই জলাধারের নিয়ন্ত্রন রাখা হয়।
নীল-সাদা রঙ করতে বাধা দেওয়ার পাশাপাশি জলাধার যাওয়ার রাস্তায় ‘বিশ্ব বাংলা’র লোগো লাগানোর কাজও বন্ধ করে দিয়েছে বিজেপি ও যুব মোর্চা, জানিয়েছেন সৌমেনবাবু।
ঘটনায় বিজেপিকেই দুষছে সেচ মন্ত্রক । বিজেপির ইচ্ছা ছিল এই জলাধার হবে গেরুয়া রঙের, মন্তব্য করেন সেচমন্ত্রী । গোটা ঘটনাটি জেলা প্রশাসন ও পুলিশ সুপারিনটেন্ডেন্টকে জানানো হয়েছে । ঘটনাটি খতিয়ে দেখছে বীরভূমের জেলা প্রশাসনও ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*