বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করলেন এই ফরাসি স্ট্রাইকার

Spread the love

রাশিয়া বিশ্বকাপে সেরা যুব ফুটবলার হয়েছেন তিনি। ১৯৫৮ সালে পেলের কীর্তি ছুঁয়ে ফেলেছেন উনিশ বছর বয়সি এক ফরাসি স্ট্রাইকার। তিনি কিলিয়ান এমবাপে। এবার মাঠে নয় মাঠের বাইরেও তিনি দেখালেন দারুন কীর্তি। ফ্রান্সের এই তরুণ স্ট্রাইকার রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করেছেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামে একটি দাতব্য সংস্থাকে। সংস্থাটি প্রতিবন্ধী শিশু ও হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে কাজ করে। ‘স্পোর্টস ইলাসট্রেটেড’ ম্যাগাজিনের খবর, এমবাপে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২ লাখ ৬৫ হাজার পাউন্ড। সেই হিসেবে বিশ্বকাপ থেকে এমবাপের মোট পাওয়া টাকার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮৪ হাজার পাউন্ড, যার পুরোটাই তিনি দান করেছেন। প্রিমিয়ার ডি করডি সংস্থার মুখপাত্র সেবাস্তিয়ান রাফিন বলেছেন, ‘এমবাপে অসাধারণ একজন মানুষ। যখনই তিনি সুযোগ পান, উদার মনে আমাদের সাহায্য করেন। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*