প্রয়াত গায়ক মহম্মদ আজিজ। মঙ্গলবার নানাবতী হাসপাতালালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । হার্ট অ্যাটাকে বিখ্যাত এই গায়কের মৃত্যু, জানালেন চিকিৎসকরা।
৮০-র দশকে রেকর্ড সংখ্যক গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন মহম্মদ আজিজ। হিন্দি ছাড়াও বাংলা, ওড়িয়া ভাষাতেও কয়েকশো গান গেয়েছেন তিনি। অমিতাভ বচ্চন, গোবিন্দা, ঋষি কাপুর, মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের জন্য একটানা গেয়েছন আজিজ। তাঁর বেশিরভাগ গানে সঙ্গীত পরিচালনা করেছেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। ১৯৮০ থেকে ৯০ সালের মধ্যে আজিজ প্রায় ২০ হাজার গান গেয়েছেন। যা সেই সময়ে নতুন রেকর্ড তৈরি করে।
মহম্মদ রোফির গান গেয়েই মহম্মদ আজিজের বলিউডে আসা।এরপর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও সমান তালে গান রেকর্ড করেছেন আজিজ। তবে সবচেয়ে বেশি ডুয়েট গান অনুরাধা পারওয়াল ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে গেয়েছেন।
এখনও ইউটিউবে মহম্মদ আজিজের গান বেশ জনপ্রিয়। রোফির গান গেয়ে বলিউডে আসা , তারপর ৮০-৯০ দশকে বলিউডের প্রায় প্রত্যেক ছবিতেই তাঁর গান শোনা গিয়েছে। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন আজিজ। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুপুরেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ৬৪ বছরের মহম্মদ আজিজ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিগ বি থেকে অন্যান্য তারকারা।
Be the first to comment