করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আওয়ামী লীগের শীর্ষ নেতা মহম্মদ নাসিম। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে তাঁর চিকিৎসা চলছিল।
মহ. নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ক্ষমতাসীন ১৪ দলের জোট মুখপাত্র। শনিবার ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনার ভয়াবহ সংক্রমণে বাংলাদেশ। ওয়ার্ল্ডোমিটার এবং স্বাস্থ্য অধিদফতরের হিসেবে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার পার করেছে। মৃতের সংখ্যা ১০০০ পেরিয়েছে। জনসাধারণের পাশাপাশি একাধিক মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রী, বিশিষ্টজনেরা আক্রান্ত। অসুস্থ মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য সংগঠনের প্রধান ড. জাফরুল্লাহ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে এদের অবস্থা স্থিতিশীল। এদিকে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিমের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলাদেশের রাজনৈতিক মহল।
১৯৪৮ সালে তৎকাসীন পূর্ব পাকিস্তানের সিরাজগঞ্জে জন্ম মহম্মদ নাসিমের। পরে তিনি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত হন। শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিকবার মন্ত্রী হয়েছেন। সর্বশেষ ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীত্ব থেকে সরে সাংগঠনিক দিকটির উপর জোর দিয়েছিলেন।
গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভরতি হয়েছিলেন মহম্মদ নাসিম। সেখানে করোনাভাইরাসের পরীক্ষায় তিনি সংক্রামিত রোগী হিসেবে চিহ্নিত হন।
প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা শীর্ষ আওয়ামী লীগ নেতার মহ. নাসিমের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে প্রথমে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। শনিবার চিকিৎসকদের সব চেষ্টা বিফলে যায়।
Be the first to comment