মহম্মদ সালাহ একাই নজরে নিয়ে এসেছেন মিশরকে। গত মরসুমে লিভারপুলের হয়ে ইউরোপের ক্লাব ফুটবলে ঝড় তুলেছেন ২৬ বছর বয়সী এই ফরওয়ার্ড। এখন বিশ্বকাপে তার জাদু দেখার অপেক্ষায় সবাই। শুক্রবার ইয়েকাতেরিনবার্গে আজ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মিশরের বিশ্বকাপ অভিযান। যাকে নিয়ে এত উন্মাদনা সেই সালাহ প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাই হয়ে উঠেছিল কোটি টাকার প্রশ্ন।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডান কাঁধে মারাত্মক চোট পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপেই বুঝি খেলা হবে না সালাহর। সেই অনিশ্চয়তার ইতি টেনে সমর্থকদের দারুণ একটি সুখবর দিলেন মিশরের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার। জানালেন, শুক্রবার উরুগুয়ের বিপক্ষে সালাহর খেলা প্রায় শতভাগ নিশ্চিত। রাশিয়ায় আসার পর বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে হালকা অনুশীলন করেন লিভারপুল তারকা। বৃহস্পতিবার অনুশীলন করেছেন পুরোদমে। সালাহর জন্যই বাকি সব কিছুই চলে গেছে আড়ালে। নইলে শুক্রবারের শিরোনাম হতে পারতেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে যাওয়া মিশরের ৪৫ বছর বয়সী গোলকিপার এসামএল-হাদারি। তবে ফেভারিট হিসেবে মাঠে উরুগুয়েই। সুয়ারেজ ও কাভানির দলকে এবারের আসরের অন্যতম ডার্কহর্স ভাবা হচ্ছে।
Be the first to comment