উপনির্বাচনের রণকৌশল স্থির। সঙ্গে ২৮ ও ২৯ মার্চ সারা ভারত ধর্মঘট। এই দুই নিয়ে আলোচনা করতে শনিবার বামফ্রন্টের বৈঠক হওয়ার কথা। রাজ্য কমিটি থেকে বিমান বসু স্বেচ্ছায় সরলেও বামফ্রন্টের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন। আর তিনিই শনিবার বৈঠকের পৌরহিত্য করবেন। তিনি বামফ্রন্টের চেয়ারম্যান থেকে যান, তেমনই চান শরিকরা। সে প্রসঙ্গও শনিবারের বৈঠকে উঠতে পারে। উল্লেখ্য, দুই উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। কংগ্রেসে প্রার্থী না দিলেই ভাল হয়, ঘনিষ্ঠমহলে সে কথা বলছেন বামেদের অনেকে। তাঁদের মতে, কংগ্রেসে প্রাথী না দিলে ভোট বিভাজন কম হবে।
এদিকে বামফ্রন্ট বৈঠকে শনিবার অভিষেক হতে চলেছে মহম্মদ সেলিমের। এই প্রথম বামফ্রন্টের বৈঠকে হাজির থাকবেন সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অতীতে বিশেষ কোনও বামফ্রন্টের বৈঠক হলে, সেখানে ছিলেন সেলিম। কিন্তু আজ থেকে বামফ্রন্টের বৈঠকে পাকাপাকিভাবে থাকতে শুরু করছেন মহম্মদ সেলিম। শনিবারের বৈঠকের আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, “নাগপুরের ফ্যাক্টরিতে তৈরি হওয়া কিছু শব্দবন্ধকে সমাজে ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। ভোট ব্যাঙ্ক, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীর মতো শব্দকে চাপিয়ে মানুষকে ভাবাতে চাওয়া হচ্ছে সেই খাতে।” উল্লেখ্য, এর আগ প্রথম দিনের সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারের সংখ্যালঘু মুখ শব্দের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথাই বলেছিলেন দলে নতুন দায়িত্ব পাওয়া মহম্মদ সেলিম। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফের একবার সেই কথাই তুলে ধরলেন তিনি।
রাজ্যে বর্তমানে বামেদের ভোটব্যাঙ্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। বিধানসভা ভোটে একটি আসনও মেলেনি। তবে রাজ্যে সদ্য সমাপ্ত পুরভোটের ফলাফল থেকে কিছুটা হলেও আশার আলো দেখছে রাজ্য থেকে উবে যেতে বসা বামেরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাজ্যে খুব শ্লথগতিতে হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বামেরা। এই পরিস্থিতিতে দলের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে ব্যাটন তুলে দিয়ে আগামীর ব্লু-প্রিন্ট তৈরি করতে নামছে বামেরা।
Be the first to comment