এবার দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। গতকাল, শুক্রবার তিনি কোচবিহারের তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান। সিপিএম কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর অনেকের বাড়ি ভাঙচুর হলেও দলীয় নেতৃত্ব কোনও খোঁজ নেয়নি। তাই সিপিএম কর্মীরাদের অনেকেই অসম এবং বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হয়।
দক্ষিণ বালাভূত এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে মহম্মদ সেলিমকে ঘেরাও করে কালো পতাকা দেখানোর পাশাপাশি “গো ব্যাক স্লোগান” দেন সিপিএম কর্মীরাই। এই ঘটনার এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন প্রয়োজনের সময় সেলিমসাহেবরা নিগৃহীত পার্টি কর্মীদের পাশে দাঁড়ালেন না? এ প্রসঙ্গে মহম্মদ সেলিম তাঁ সাফাই গেয়ে বলেন, “বর্ষায় পরিস্থিতি খারাপ থাকায় নদীর ওপারে যাওয়া সম্ভব হয়নি।”
Be the first to comment