রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ মিলল দুজন করোনা আক্রান্তের। জানা গিয়েছে, একজন প্রসূতি অন্যজন কলকাতা মেডিক্যালেরই এক স্বাস্থ্যকর্মী। দুজনের করোনা আক্রান্তের হদিশ মেলায় নতুন করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যে ওই প্রসূতির কাছাকাছি এসেছিলেন ৫০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ৫০ জনেরও রক্তের পরীক্ষা করা হবে। এমনকি, প্রসূতির সদ্যোজাতেরও নমুনাও পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
শুধু তাই নয়, এক সংবাদমাধ্যম জানাচ্ছে ওই ওয়ার্ডে ভর্তি ১২ জন প্রসূতিরও নমুনা পরীক্ষা হবে। এই ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে হাসপাতালে। বৈঠকে আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
Be the first to comment