মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে অপর্ণা সেন

Spread the love

মেডিকেল কলেজে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ এখনও অব্যাহত।গত সোমবার সন্ধ্যা থেকেই চলছে এই বিক্ষোভ। মেডিক্যাল ছাত্র অ্যাসোসিয়েশনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানাচ্ছে তারা। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদর্থক উদ্যোগ নজরে আসেনি। জানা গিয়েছে, ২২ ডিসেম্বর ভোটার দিন ঠিক হয়েছিল। তার পরেও ডাক্তারি পড়ুয়ারা কোনওরকম নিশ্চয়তা পাননি। যার জেরে সোমবার থেকে এই অবস্থান বিক্ষোভ। এই নিয়ে পড়ুয়াদের দাবি, ২০১৬ সালে শেষ নির্বাচন হয়েছে তারপর আর নির্বাচন হয়নি।

বিষয়টি নিয়ে এবার ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি তাঁর টুইটার একাউন্টে এক পোস্ট করে লেখেন,”মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক, আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি।”

অপর্ণা সেনের টুইট নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল। তৃণমূল মুখপাত্র আরও বলেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন যে এর ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*