ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অনশন চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্রসংসদের নির্বাচন করবে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের নিজেদের তরফে সিদ্ধান্ত নেওয়া এই নির্বাচনকে মান্যতা দিতে রাজি নয়।
টানা ১২ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিয়ে সোমবার পড়ুয়াদের তরফে জানানো হয়, নিজেদের আন্দোলন নিজেরাই করবেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলে আশাবাদী পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর কলকাতা মেডিক্যালে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে এরপর কোনও নোটিস ছাড়াই মৌখিকভাবে জানানো হয়, আপাতত এই ভোট স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ তোলে, বাইরে থেকে রাজনৈতিক দলের প্রভাব জিইয়ে রাখতেই এই ভোট বাতিল করা হচ্ছে। কর্তৃপক্ষ দফায় দফায় স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠক করে। তবে রফাসূত্র মেলেনি। এরইমধ্যে পাঁচ ছাত্র আমরণ অনশনে বসেন। দুই ছাত্র অসুস্থও হয়ে পড়েন এই অনশন চলাকালীন। একজনকে আইসিইউয়ে নিয়ে যেতে হয়। তবে এরপরও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্তৃপক্ষ। এবার আরও কড়া অবস্থানে পড়ুয়ারাও।
Be the first to comment