ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর। এখন থেকে বছরে দুবার হবে জেইই (মেন) ও এনইইটি। শনিবার এই কথা জানালেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর। এই দুটি পরীক্ষা ছাড়াও ইউজিসি নেট, সিম্যাটের মত পরীক্ষাগুলি এখন থেকে কম্পিউটার ভিত্তিক হবে বলেও জানান মন্ত্রী। আর এই সমস্ত পরীক্ষার ভার দেওয়া হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) হাতে। আগে এই সমস্ত ভর্তি প্রক্রিয়ায় নোডাল এজেন্সির ভূমিকা পালন করতে সিবিএসই। সেই নিয়মের পরিবর্তন ঘটবে আগামি দিনে। বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে এনটিএ গঠন করা হবে। এবং এটি হবে একটি স্বশাসিত সংস্থা। জয়েন্ট এন্ট্রাস হবে মূলত জানুয়ারি ও এপ্রিল মাসে। এবং এনইইটি পরীক্ষা হবে ফেব্রুয়ারি ও মে মাসে। তবে এজন্য সিলেবাসের কোনও পরিবর্তন করা হচ্ছে না।
Be the first to comment