বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম

Spread the love

বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। ‘ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্টে’র মূল্য নিয়ন্ত্রণ ৫ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু জীবনদায়ী অসুধকে। এক কথায় বলা যায় ‘প্রাইস ক্যাপ’ তুলে দেওয়া হয়েছে। এর ফলে নিজেদের মতো দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। ‘মিনিষ্ট্র অফ কেমিকেল অ্যান্ড ফার্টিলাইজার’ ‘দ্য ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অ্যামেনডেন্ট অর্ডার, ২০১৯’ প্রকাশ করে। ফলে, ‘ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্ট, ১৯৭০ এর আওতায় যেসব ড্রাগ পড়ছে সেগুলোর নতুন উৎপাদন ও নতুন দামে বাজারজাত করণের ক্ষেত্রে ৫ বছরের জন্য ছাড় পাবে প্রস্তুতকারক সংস্থা।

ফলে দাম বাড়ানোর বাড়তি সুবিধা পাবে সংস্থাগুলি। তবে বিষয়টি নিয়ে আপত্তি জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। স্বাস্থ্য মন্ত্রকের সচিব প্রীতি সুদান নিজে চিঠি লিখে অনুরোধ জানান। সেই চিঠিও পাঠান ‘ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউট্যিকলসে’র (ডিওপি) কাছে। স্বাস্থ্যমন্ত্রক ছাড়াও উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*