বিশ্ব ভারোত্তোলোকে রূপো পেলেন মীরাবাই চানু

Spread the love

মহিলা ভারোত্তোলোক মীরাবাই চানুর  মুকুটে আরও একটি পালক। এবার তিনি বিশ্ব ভারোত্তোলোক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং পেয়েছেন রৌপ্য পদক। প্রসঙ্গত, ২০২২ এর বিশ্ব ভারোত্তোলোক প্রতিযোগিতার আসর বসেছিল কলম্বিয়ার বোগোটায়।

জানা গিয়েছে, ভারতের মীরাবাই চানু এই প্রতিযোগিতায় মোট ২০০ কেজি ভার নিয়েছিলেন। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। অন্যদিকে চিনা প্রতিযোগী হউ জিহুই ১৯৮ কেজি ভার বহন করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। এবং চিনের জিয়াং হুইহুয়া মোট ২০৬ কেজি ভার উত্তোলন করে জিতে নিয়েছেন স্বর্ণপদক। উল্লেখ্য, ভারতের মীরাবাই চানুর কব্জিতে একটি সমস্যা হয়েছে, যে সমস্যা এবারের প্রতিযোগিতায় স্পষ্ট হয়ে ওঠে যখন মীরাবাই চানু ১১৩ কেজির ভার উত্তোলন করছিলেন।

প্রসঙ্গত, মীরাবাই চানুর কাছে এটি দ্বিতীয় বিশ্ব পদক। এর আগে তিনি ২০১৭ বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৯৪ কেজি ভার উত্তোলন করে সোনা জিতে নিয়েছিলেন। তবে ২০১৯ সালে তিনি এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান গ্রহণ করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*