মহারাষ্ট্রে জোট সরকার গড়া নিয়ে চূড়ান্ত ফয়সালা হতে পারে বুধবারই। আজ বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ও NCP। সূত্রের খবর, শিবসেনার সঙ্গে তাঁরা জোট গড়বেন কি না তা নিয়ে দুই দলের নেতারা আলোচনা করবেন ৷ তারপরই জানা যাবে মহারাষ্ট্রের সরকার গঠনের ভবিষ্যৎ ৷
২৫ বছরের জোটসঙ্গী শিবসেনার সঙ্গে জোট গড়ে এবারও মহারাষ্ট্র বিধানসভা ভোটে লড়েছিল বিজেপি। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৫ টি আসন ৷ যা অনায়াসেই পেরিয়ে যায় এই জোট। কিন্তু, মুখ্যমন্ত্রী কোন দল থেকে হবে তা নিয়ে শিবসেনা ও বিজেপির সম্পর্কে ফাটল দেখা দেয় ৷ মুখ্যমন্ত্রীত্বের আসনের জন্য ফিফটি-ফিফটি ফর্মুলার দাবি করে শিবসেনা ৷ যে দাবি মানতে চায়নি বিজেপি ৷ তাতেই সমস্যার সূত্রপাত ৷ এরই মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রথমে বিজেপি, পরে শিবসেনা ও তারপর NCP-কে সরকার গঠনের আহ্বান জানান ৷ কিন্তু, প্রয়োজনীয় সংখ্যা না থাকায় কেউই সরকার গঠন করতে পারেনি।
শিবসেনা সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে তিন দিন সময় চেয়ে নেয় ৷ তা দিতে চাননি রাজ্যপাল ৷ আর NCPকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন তিনি। তাতে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। পরে তাতে সই করেন রাষ্ট্রপতি অর্থাৎ মহারাষ্ট্রে জারি হয় রাষ্ট্রপতি শাসন ।
এরপর শোনা যায় কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে শিবসেনা। সূত্রের খবর, শিবসেনার সঙ্গে জোট গড়ার বিষয়ে শরদ পাওয়ারের মত থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন সোনিয়া গান্ধী। এরইমধ্য়ে আজ ফের বৈঠকে বসছে দুই দল ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, আজকের বৈঠকে দু’দল শিবসেনার সঙ্গে সরকার গঠন ইশুতে চূড়ান্ত ফয়সালা নেবে ৷ এর মধ্যে আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে চলেছেন NCP প্রধান শরদ পাওয়ার। এই বৈঠকে মহারাষ্ট্রের কৃষকদের সঙ্কট নিয়ে আলোচনা হতে পারে ৷ সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গড়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে ৷
Be the first to comment