দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে বিমল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতারা ত্রিপাক্ষিক বৈঠক চাইলেও বরাবরই তা এড়িয়ে যায় রাজ্য সরকার। সাংবিধানিক বাধ্যবাধকতায় কেন্দ্রের তরফেও ওই বৈঠকে ডাকা হয়ে ওঠেনি। কিন্তু, আসন্ন লোকসভা ভোটের আগে এবার দার্জিলিং নিয়ে গুরুংপন্থী মোর্চা নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। অন্তত বিমল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রোশন গিরির দাবি এমনই। আজ হোয়াটস্যাপের মাধ্যমে রোশন গিরি সাংবাদিকদের জানান, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক হবে শুক্রবার (৫ অক্টোবর)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা ওই বৈঠকে থাকবেন। মোর্চার তরফে বৈঠকে যোগ দেবেন রমেশ আল্যে। রোশনের এই ঘোষণার পরই হইচই শুরু হয়েছে পাহাড়ে। প্রশাসনের কর্তারা এনিয়ে কোনও মন্তব্য না করলেও ঠিক কী হতে চলেছে তা জানতে খোঁজখবর শুরু করেছে রাজ্য সরকারও।
কয়েকমাস ধরে শান্ত রয়েছে দার্জিলিং। GTA চালাচ্ছেন বিনয় তামাং ও তাঁর অনুগামীরা। এই পরিস্থিতিতে সত্যিই গুরুংপন্থী নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক সত্যিই হবে কি না বা এই বৈঠকের আদৌ দরকার ছিল কি না তা নিয়ে খোঁজখবর নিচ্ছেন শাসকদলের নেতা, মন্ত্রীরাও। যদিও, রোশন গিরি বলেন, “পাহাড় মোটেই শান্ত নয়। গণতান্ত্রিক দাবি দমিয়ে রেখে পুলিশ দিয়ে দমনমূলক কাজ করছে রাজ্য। নানা মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে দিল্লিতে আমরা ওই বৈঠকে সব তুলে ধরতে চাই।”
আজ গজলডোবায় মুখ্যমন্ত্রীর জনসভায় হাজির ছিলেন GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। এই বিষয়ে প্রকাশ্যে তিনি কিছুই বলেননি। মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সত্যিই ওই বৈঠক হবে কি না তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
কিছুদিন আগেই শিলিগুড়িতে এসে দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেছিলেন, রাজ্য ত্রিপাক্ষিক বৈঠক চাইছে না। তাই নিরাপত্তার প্রশ্নে দার্জিলিং নিয়ে মোর্চার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ফলে রোশন গিরির দাবি বাস্তবে সত্যি হতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসনের এক কর্তা এই প্রসঙ্গে জানান, কেন্দ্রীয় সরকার সত্যিই ওই বৈঠকে ডেকেছে কি না তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে। রাজ্যকে এড়িয়ে ফের পাহাড়ে অশান্তির চেষ্টা হলে তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
Be the first to comment