পুলিশি নির্যাতনের প্রতিবাদে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন বাম ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠনের ১২ জনের প্রতিনিধি দল ৷ DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নেতৃত্বে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ৷
আজ রাজ্যপাল ধনকড় বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, পুলিশ শুক্রবার বাম ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে নারকীয় তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ ওইদিনের ঘটনার সমস্ত ছবি তাঁর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ রাজ্যপালকে দেওয়া হয়েছে৷ মহিলা পুলিশ ছাড়াই মিছিলে থাকা যুবতিদের উপর আক্রমণ করেছে পুলিশ ৷ এমন কী ধৃত বাম ছাত্র-যুবদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ ৷ এসমস্ত বিষয়ই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে ৷
DYFI-এর রাজ্য সম্পাদক জানান, রাজ্যপাল তাঁদের সমস্ত অভিযোগ মনযোগ সহকারে শুনেছেন ৷ পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷
Be the first to comment