কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু মুখ্যসচিবের

Spread the love

রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষে নবান্নে পৌঁছাল কেন্দ্রীয় প্রতিনিধিদল । ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শুরু হয়ে গেছে। দুপুর সাড়ে তিনটে নাগাদ নবান্নে পৌঁছান কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষ এই বৈঠকে রাজ্যে আমফানে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তুলে দেবেন মুখ্যসচিব।

সূত্রের খবর, বিভিন্ন দল থেকে মুখ্যসচিবকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে ক্ষতির পরিমাণ পাওয়া গেছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ এই আর্থিক ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় প্রতিনিধিদলের হাতে তুলে দেবেন মুখ্যসচিব।

এদিকে গতকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আমফান বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধিদল। দু’টি দলে ভাগ হয়ে তারা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে একটি রিপোর্টও তৈরি করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদলটি। যে বৈঠক চলছে, তাতে নিজেদের তৈরি করা ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে মুখ‍্যসচিবের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে প্রতিনিধিদলের। পাশাপাশি মুখ্যসচিবও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে ধরে আর্থিক দাবি জানাবেন।

প্রসঙ্গত, রাজ্য সরকারের করা তালিকা অনুযায়ী ১৫০০ মৌজাতে ভেঙেছে প্রায় ২১ লাখ বাড়ি। প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে। কৃষিতে ক্ষতি হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। বিদ্যুতের টাওয়ার নতুন করে বসানোর জন্য খরচ হবে তিন হাজার কোটি টাকা। আজ কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে এই সমস্ত খতিয়ানগুলিই তুলে ধরার কথা রয়েছে মুখ্যসচিবের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*