উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতায় জয়ী হয়েছে পদ্ম শিবির। এবার পালা এই চার রাজ্যের সরকার গঠনের। আর এই উদ্দেশে বুধবার দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বৈঠকে উপস্থিত ছিলেন। সোমবারই বিজেপির সংসদীয় বোর্ড অমিত শাহকে ইউপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বিজেপি সহ-সভাপতি রঘুবর দাসকে সহ-পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে। রাজনাথ সিংকে উত্তরাখণ্ডের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং মণিপুরের জন্য কিরেন রিজিজুকে নিযুক্ত করা হয়েছে।
এই বছরের শুরুতে যে পাঁচটি রাজ্যে ভোট হয়েছিল তার মধ্যে চারটিতে অর্থাৎ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় বিজেপি ক্ষমতা ধরে রাখতে সক্ষম। উত্তর প্রদেশে বিজেপি ৪০৩ আসনের মধ্যে ২৫৫ আসন জিতেছে। যেখানে তার জোট সঙ্গী আপনা দল (সোনিলাল) এবং নিষাদ পার্টি যথাক্রমে ১২ এবং ৬ আসন পেয়েছে। নির্বাচন কমিশনের মতে, বিজেপি ইউপিতে মোট ভোটের ৪১.৩ শতাংশ পেয়েছে।
Be the first to comment