দেশের করোনা পরিস্থিতি আবারও হাতের বাইরে। পরিস্থিতি ঠিক করতে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যাতে উপস্থিত রয়েছেন সব শীর্ষকর্তারা৷ রয়েছেন ক্যাবিনেট সচিব, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, এমনই সূত্রের খবর৷ মূলত করোনা সংক্রমণ রোখা ও টিকাকরণের প্রক্রিয়ায় আরও জোর দেওয়া, এই বৈঠকে আলোচনার বিষয়৷ এর আগে, গত বছর দেখা গিয়েছিল যে, করোনা নিয়ন্ত্রণ করতে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী৷ আপাতত সচিব পর্যায়ের বৈঠকে তিনি সম্ভবত বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কোথায় কী পরিস্থিতি এবং তা মোকাবিলায় কতটা তৈরি দেশ৷
সূত্রের খবর, এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে জিম, মাল্টিপ্লেক্স, শপিং মল বন্ধের কথা চলছে৷ কোনও কোনও জায়গায় মিনি লকডাউনের পথে হেঁটেছে স্থানীয় প্রশাসন৷
Be the first to comment