মেঘালয়ে ১৫ খনন কর্মীর দেহ উদ্ধার হলো

Spread the love

অবশেষে উদ্ধার হলো খনিগর্ভে আটকে থাকা ১৫জন শ্রমিক ৷ ৩৩দিন পর মিললো তাদের নিথর দেহ ৷ খনিমুখ অবধি তাদের দেহ নিয়ে আসা হয়েছে ৷ তাদের দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ৷ মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লাখনিতে ৷ জল ঢুকে যাওয়ার জেরে কয়লাখনির ভিতরেই আটকে পড়েন প্রায় ১৫ জন শ্রমিক ৷

এরপরে আন্ডার ওয়াটার রিমোটলি অপোরেটেড ভেহিক্যালের সাহায্যে খনির অতিগভীরে পৌঁছে যান নৌবাহিনীর কর্মীরা ৷ সেখান থেকেই চিহ্নিত করা হয় দেহ ৷ অনেকখানি জল পাম্পের সাহায্যে বার করে দেওয়া হলেও প্রায় ৩৫০ ফুট গভীর জল থাকার ফলে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হতে থাকে ৷ উল্লেখ্য, কয়লাখনির ভিতরে জল ঢুকে আটকে যান ১৫ জন শ্রমিক ৷ তাদের দেহ চিহ্নিত করা হয়েছে ও উদ্ধার প্রক্রিয়া চলছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*