কেটে গেছে প্রায় ২১ দিন। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া খনিতে আটকে পড়া ১৫ শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া গেলো না। জল ভর্তি খনিতে শ্রমিকদের এতদিন ধরে বেঁচে থাকার সম্ভাবনাও নেই বলেই মনে করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ওড়িশার দমকল বাহিনীর বিশেষ টিম গত বুধবার প্রায় ৭.২০ লক্ষ টন জল পাম্প করে বার করেছে খনি থেকে। এখনও জলে ভর্তি খনির বেশিরভাগ অংশই। সেই সঙ্গে তীব্রতর হয়েছে পচা গন্ধ। এখন শুধু খোঁজ চলছে শ্রমিকদের দেহাবশেষেরই।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর অবৈধ খনিমুখ থেকে কয়লা তুলতে গিয়ে ভিতরে আটকে পড়েন ১৫ জন শ্রমিক। পাশ দিয়ে বয়ে চলা লিটিয়েন নদী ও বৃষ্টির কারণে খনিতে জল ঢুকে যাওয়ায় আর বাইরে বেরিয়ে আসতে পারেননি আটকে পড়া শ্রমিকেরা। খনি থেকে জল বার করতে যে ২৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন দু’টি পাম্প ব্যবহার করছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনীরা সেগুলি কিছুদিন পরেই অকেজো হয়ে যায়। এর পরেই উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প আনিয়ে নতুন করে উদ্ধারকাজ শুরুর জন্য টনক নড়ে প্রশাসনের। খবর যায় পাম্প প্রস্তুতকারী সংস্থা কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের কাছে।
ওড়িশার ভুবনেশ্বর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে মেঘালয় পৌঁছয় বায়ুসেনা ও ওড়িশার দমকলবাহিনীর বিশেষ টিম। খনির নিচে নেমে উদ্ধারকাজের জন্য বিশাখাপত্তনম থেকে উড়িয়ে আনা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নৌসেনার ১৫ জন ডুবুরিকেও। আটটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে জল বার করা শুরু করেছে কোল ইন্ডিয়াও। বৃহস্পতিবারই, প্রায় ৫০০ গ্যালন (১,৮৯২ লিটার) জল পাম্প করেছে তারা।
Be the first to comment