মেঘালয় ও নাগাল্যান্ডেও শনিবার ভোট গণনা, মেঘালয়ে দাপট দেখালো কংগ্রেস

Spread the love

ত্রিপুরার পাশাপাশি শনিবার ভোটের ফলাফল ঘোষণা মেঘালয় ও নাগাল্যান্ডেও। দুই রাজ্যেই ভোটগণনা চলছে এদিন সকাল ৮টা থেকে। গণনা ঘিরে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মেঘালয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, আম্পাতি কেন্দ্রে কংগ্রেসের মুকুল সাংমার কাছে ৬০০০-এর বেশি ভোটে পরাজিত বিজেপি প্রার্থী বকুল চন্দ্র হাজোং। সোংসক কেন্দ্রে কংগ্রেসের কাছে ১৩০০-এর বেশি ভোটে পরাজিত এনপিপি প্রার্থী নিহিম ডি শিরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মেঘালয়ে ৫৯ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ২১ টি আসনে, এনপিপি জিতেছে ১৯ টি আসনে, অনান্যরা জিতেছে ১৭ টি আসনে এবং বিজেপি জিতেছে মাত্র ২ টিতে।

এদিকে নাগাল্যান্ডে বিজেপি জিতেছে ২৬ টি আসনে, এনপিএফ জিতেছে ২৮ টি আসনে, অনান্যরা জিতেছে ৬ টি আসনে। কিন্তু খাতা খুলতে পারেনি কংগ্রেস ও এনসিপি।

মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০টি করে কেন্দ্র থাকলেও ভোট হয়েছে ৫৯টি আসনে। সম্প্রতি আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় এনসিপি প্রার্থী জনাথন সাংমার। তাই মেঘালয়ের উইলিয়ামনগর কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*