তাঁর দলকে ভাঙার চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি

Spread the love
তাঁর দলকে ভাঙার চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ১৯৮৭ সালের দিল্লি যদি ফের জনগণের ভোটাধিকার কাড়তে চায়,যদি তারা বিভাজন তৈরি করে, তবে সালাউদ্দিন, ইয়াসিন মালিকরা জন্ম নেবে। এখন তারা যদি কেন্দ্র সেই চেষ্টা করে, পিডিপিকে ভাঙতে চায়, তবে পরিণতি হবে ভয়ঙ্কর। তাঁর কথা, দিল্লির মদত ছাড়া কাশ্মীরে কোনও জোট ভাঙা বা গড়া সম্ভব নয়। পিডিপি এক আছে বলে তাঁর দাবি। শুক্রবার কাশ্মীরী শহিদ দিবসে মেহবুবা এই মন্তব্য করেন। পিডিপির অন্তত চার বিধায়ক মেহবুবার বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁদের বক্তব্য, মেহবুবা পারিবারিক জমিদারির মতো দল চালান। কাশ্মীরে আবদুল্লা পরিবার ও মুফতি পরিবারতন্ত্রের অবসান করতে হবে বলে বান্দিপোর জেলার সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন পিডিপি বিধায়ক ইয়াসিন রেসি। প্রতিক্রিয়ায় ওমর আবদুল্লা বলেছেন, মেহবুবা হুমকি দিচ্ছেন। তাঁর আমলেই তো রমরমা বেড়েছে জঙ্গিদের। পিডিপি ভাঙলে কাশ্মীরের কোনও হেরফের হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*