পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১২ হাজার ৭০০ কোটি টাকা প্রতারণার অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে আনা আরও মুশকিল হয়ে গেলো ৷ হিরে ব্যবসায়ী মেহুল চোকসি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলেন ৷ তিনি ভারতের পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন বলে খবর ৷ উল্লেখ্য, পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি ভারতীয় নাগরকিত্ব ছাড়ার জন্য ১১৭ মার্কিন ডলার ড্রাফ্ট জমা করেছেন ৷
উল্লেখ্য, মেহুল ভারতীয় নাগরিকত্ব ছাড়ার জন্য ফর্ম ফিল-আপ করেছেন৷ তাতে অ্যান্টিগুয়ার নতুন ঠিকানা লিখেছেন ৷ ভারতীয় দূতাবাসকে মেহুল জানিয়েছেন, তিনি একেবারে নিয়ম মেনেই অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন ৷ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন ৷ ২০১৭ সাল থেকেই অ্যান্টিগুয়ায় বাস করছেন চোকসি ৷ তিনি আপাতত অ্যান্টিগুয়ার নাগরিক ৷
Be the first to comment