মেহুল চোকসির নাগরিকত্ব বাতিল করছে অ্যান্টিগুয়া

Spread the love

শেষরক্ষা হল না ৷ পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিল অ্যান্টিগুয়া ৷ যার নির্যাস, মেহুলের অ্যান্টিগুয়ান নাগরিকত্ব চলে গেলেই ভারত তাকে সহজেই দেশে প্রত্যর্পণ করতে পারবে ৷ সিবিআই ও ইডি-র মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদির মামা মেহুল ৷

অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি এক বিবৃতিতে জানিয়েছেন, মেহুল চোকসিকে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছিল ৷ বাস্তব হল, মেহুলের নাগরিকত্ব তুলে নেওয়া হবে এবং ভারতের হাতে তুলে দেওয়া হবে ৷ অ্যান্টিগুয়াকে অপরাধীদের সুরক্ষিত জায়গা তৈরি করার চেষ্টা আমরা করছি না ৷ এমন এক অপরাধী, যে আর্থিক দুর্নীতি করেছে ৷ আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে চোকসির ৷ কিন্তু আমি নিশ্চিত করেই বলছি, আইনের সব রকম প্রক্রিয়া শেষ হলে, মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা হবেই ৷

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জানিয়েছিলেন, ভারতে ফেরার ধকল তিনি নিতে পারবেন না। এমনকি এও বলেছিলেন, ভারতে ফিরলে তাঁর গণপিটুনির ভয় রয়েছে ৷ ভারতে ফিরলে, তা এর জবাবে চোকসিকে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছে ইডি। আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরোলেই তাঁর অ্যান্টিগার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাউনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*