ভারতে ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসির প্রত্যর্পণ নিয়ে ভারতকে আশ্বাস দিলো অ্যান্টিগা সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন বলেন, মেহুল চোকসিকে দ্রুত ভারতের হাতে তুলে দেওয়া হবে। মেহুলের মতো দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর কোনও প্রয়োজন নেই অ্যান্টিগার। ভারতের তদন্তকারীরা অ্যান্টিগায় গা ঢাকা দিয়ে থাকা মেহুলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
অ্যান্টিগার প্রধানমন্ত্রী আরও বলেন, মেহুল চোকসির প্রত্যর্পণ খুব শীঘ্রই হবে। মেহুলকে ভারতে পাঠানো হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় তদন্তকারীরা আসতে পারেন। যদি জেরার মুখোমুখি হতে মেহুল রাজি হন, তাহলে জেরা হতে পারে। এর সঙ্গে আমার সরকারের কোনও সম্পর্ক নেই। তবে ,অ্যান্টিগা সরকারের তরফে এই প্রশ্ন করা হয় যে, কেন ভারতীয় প্রশাসন এমন এক প্রতারককে দেশ থেকে পালাতে ছাড়পত্র দিয়েছিল? অ্যান্টিগার সরকার এটিকে “দুর্ভাগ্যজনক” ঘটনা বলে আখ্যা দিয়েছে।
প্রসঙ্গত, ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলায় জড়িত মেহুল চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদী বর্তমানে ভারতের বাইরে। গত বছর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই সে দেশের নাগরিকত্ব নেন চোকসি। তবে মেহুলের প্রত্যর্পণে সম্মতি রয়েছে অ্যান্টিগার সরকারের। তার উপর থেকে নাগরিকত্বের রক্ষাকবচও তুলে নিয়েছে সে দেশের সরকার। বলা হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।
Be the first to comment