
রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্যানসারে আক্রান্ত মেহুল চোকসি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর জামিনের আবেদন করা হবে বেলজিয়াম আদালতে, সোমবার সংবাদ মাধ্যমের সামনে এ খবর জানালেন চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল।
ভারতের আদালতে আইনজীবী বিজয় আগরওয়াল আগেই জানিয়েছিলেন মেহুল চোকসি ক্যানসারে আক্রান্ত। সোমবার বেলজিয়াম থেকে সুইৎজ়ারল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছিলেন চোকসি। কিন্তু তার আগেই বেলজিয়াম পুলিশ চোকসিকে গ্রেফতার করে। ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই চোকসির গ্রেফতারি এবং প্রত্যর্পণের অনুরোধ করেছিল বেলজিয়ামকে। তাঁর বিরুদ্ধে মুম্বই আদালতের জারি করা দু’টি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়াম পুলিশ এই পদক্ষেপ করে।
২০১৮ সালে ভারত থেকে পালিয়ে যান মেহুল চোকসি। ওই বছর ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়। ভারত থেকে পালানোর পর দীর্ঘদিন তিনি কাটিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায়। সেখানকার নাগরিকত্বও পেয়েছিলেন। এরপর ভারতের পক্ষ থেকে রেড কর্নার নোটিশ প্রত্যাহার করার পর বিনা বাধায় পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারতেন চোকসি। ২০২৩ সালে তাঁর বেলজিয়ান স্ত্রীর সহযোগিতায় এফ রেসিডেন্সি কার্ড নিয়ে তিনি বসবাস শুরু করেন বেলজিয়ামে। অ্যান্টিগা ও বারবুডা থেকে বেরোনোর পর তাঁকে ভারতে ফেরানোর জন্য সিবিআই, ইডি ফের সক্রিয় হয়েছে। বেলজিয়াম সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। চোকসি সেখানকার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, সাড়ে ১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে ২০১৮ সালে চোকসির বিরুদ্ধে প্রতারণার মামলা করে পিএনবি। যার জেরে ওই ব্যাংক কর্তৃপক্ষের অনেক ক্ষতি হয়। এরপর পিএনবি মামলায় মুম্বইয়ের আদালত চোকসির সংস্থার ১৩টি সম্পত্তি নিলামে তোলা হয়।
Be the first to comment