শুক্রবার ভারতে লঞ্চ হল ‘Mera Ration’ অ্যাপ; অন্য রাজ্য থেকেও তুলতে পারবেন রেশন

Spread the love

One Nation-One Ration Card-এর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে দেশ। আর সেই লক্ষ্যকেই মান্যতা দিতে শুক্রবার ভারত সরকার ‘Mera Ration’ নামক একটি অ্যাপ লঞ্চ করল। এই অ্যাপের সাহায্যে দেশবাসী নিকটবর্তী রেশন দোকানের সমস্ত তথ্য যেমন জানতে পারবেন, সেই সঙ্গেই আবার রেশনে কী কী দেওয়া হচ্ছে – তাও জানা যাবে।

ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন-এর সেক্রেটারি সুধাংশু পাণ্ডে এই অ্যাপ লঞ্চ করার পর সংবাদমাধ্যমের কাছে বলছেন, ‘২০১৯ সালের অগাস্ট মাস থেকেই এক দেশ এক রেশন কার্ড সিস্টেম চালু হয়ে গিয়েছে দেশের চারটি রাজ্যে।

২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে বাকি আরও বেশ কিছু রাজ্যে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এখন আর চারটি রাজ্য বাকি আছে। অসম, ছত্তিসগঢ়, দিল্লি এবং পশ্চিমবঙ্গ – এই বাকি চার রাজ্যেও খুব শীঘ্রই চালু হয়ে যাবে এক দেশ এক রেশন কার্ড পরিষেবা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*