আর্জেন্টিনা কে বিশ্বকাপে উত্তীর্ণ করার পরও মেসির জাদু অব্যাহত। তার এই জাদু চলতে থাকলে বিশ্বকাপে যে অন্যরকম ফল হবে তা বলা বাহুল্য। মেসি সমর্থকরা সেই আশাই করে আছে। মেসি আবার নায়ক হলেন। তবে এবার আর্জেন্টিনা দল নয়, বার্সেলোনা ক্লাবের। উয়েফা ক্লাব চ্যাম্পিয়নশিপে ১০০ গোলের নতুন কীর্তি স্থাপন করলেন লিও মেসি। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোস-কে ৩-১ হারাল বার্সেলোনা। খেলার ৬১ মিনিটে দ্বিতীয় গোল করে গোলের সঞ্চুরি পূর্ণ করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের কৃতিত্ব একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরই আছে। বুধবারের পরে চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর থাকল ১৫১ ম্যাচে ১১২ গোল। মেসির ১২২ ম্যাচে ১০০। গোলের স্ট্রাইক রেটে রোনাল্ডোর চেয়ে এগিয়ে তিনি। রোনাল্ডোর ম্যাচ প্রতি গোল ০.৭৪। মেসির ০.৮২। আবার একই দিনে তাঁকে নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। খেলা চলাকালীন বাঁ পায়ের মোজার মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে মুখে দেন মেসি। মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে যে, তিনি কী খেলেন? দেখে অনেকের মনে হয়েছিল, কোনও ট্যাবলেটই সম্ভবত খাচ্ছেন। এখন দেখা যাক এই বিতর্ক কত দূর এগোয়!
Be the first to comment