গোল্ডেন শু-তে লিওনেল মেসির রেকর্ড

Spread the love

৩৪ গোল করে শীর্ষে ছিলেন মেসি। সেই মেসিকে এ সপ্তাহে চ্যালেঞ্জ জানানোর মতো বাকি ছিলেন শুধু ইকার্দি-ইমোবিলে। গত সপ্তাহে আগেই থেমে গিয়েছিলেন মহম্মদ সালাহ। কিন্তু সিরি আ’র শেষ ম্যাচে যথাক্রমে ৬ আর ৫ গোল করলেই ইকার্দি-ইমোবিলে টপকে যেতেন আর্জেন্টিনার তারকাকে। সেটা আর হয়ে ওঠেনি। শেষ ম্যাচে ইকার্দি করেছেন মাত্র এক গোল আর ইমোবিলে ফিরেছেন খালি হাতে। ফলে শেষ দুই সপ্তাহে কোনো গোলের মুখ না দেখেও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে গেলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
চলতি মরসুম অসাধারণ কেটেছে মেসির। স্প্যানিশ লিগে শুধু ৩৪টি গোলই করেননি, সতীর্থদের দিয়ে করিয়েছেনও ১৩টি গোল। এমনকি ভাগ্যের সহায়তা পেলে আরও গোল পেতে পারতেন। এছাড়াও মেসির শট ১৪ বার বারপোস্টে প্রতিহত হয়েছে।
আর এবারের গোল্ডেন শু-টি মেসির পঞ্চম। আগের মরসুমেও গোল্ডেন শু জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সমতায় এসেছিলেন মেসি। এবারেরটা জিতে ছাড়িয়েই গেলেন তাঁকে এবং রেকর্ড করলেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*