রোহন মন্ডল
হলো না মেসির ৭০০। একটি গোল করলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সেল্টার বিপক্ষে গোল পেলেন না মেসি, ড্র করে আটকে গেল বার্সা।
খেতাবের লড়াইয়ে টিকে থাকার জন্য শনিবারের অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ ছিল বার্সার। কিন্তু দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয় সেতিয়েনের শিষ্যদের। এদিন ম্যাচের শুরু থেকেই ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্সা। তরুণ আনসু ফাতি ও লিওনেল মেসির একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে হিমশিম খায় সেল্টা ডিফেন্স।
৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা, মেসির নেওয়া কর্নার কিকে পিকের হেড করা বল ক্রস বারে লেগে প্রতিহত হয়। ২০ মিনিটে কাঙ্খিত লিড পায় বার্সা। ঝলসে ওঠে মেসির পা, সেল্টা বক্সের ২০ গজ দূরে ফাউলের শিকার হোন বার্সার চিলিয়ান মিডফিল্ডার ভিদাল। ফ্রি কিক পায় বার্সা। শট নিতে যান মেসি। মেসির গোল আটকাতে সব ফুটবলার বক্সে নেমে এসেছিলেন। কিন্তু কেউ ভাবতেই পারেনি মেসি গোলে শট না নিয়ে বক্সের ডান দিকে অসংরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজের দিকে বল ভাসিয়ে দেবেন। মেসির দুর্দান্ত ফ্রি-কিক অ্যাসিস্ট থেকে গোল করতে ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার। মেসির এমন অভিনব ফ্রি-কিক অ্যাসিস্ট সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়।
এক গোল হজম করার পর সেল্টা দ্রুত আক্রমণে ওঠার চেষ্টা করে। আসপাস স্মোলোভদের একাধিক আক্রমণ বার্সা রক্ষণকে কাঁপিয়ে দেয়। ৪০ মিনিটে নিজের ৭০০ তম গোল সম্পন্ন করার একটি সহজ সুযোগ মিস করেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে এক গোলে লিভ নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্বস্তিতে পড়ে বার্সা। সেল্টার আক্রমণের গতি ব্যস্ত করে দেয় বার্সা রক্ষণকে। ৫০ মিনিটে আসপাস ও স্মোলোভ দের যুগলবন্দিতে গোলের দেখা পায় সেল্টা। গোল করে ১-১ করেন ফায়োদর স্মোলোভ। কিন্তু আবার লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ৬৭ মিনিটে আবার সেই মেসির পাস থেকে এক দুর্দান্ত গোল করে বার্সাকে এগিয়ে দেন উরুগুইয়ান গোলমেশিন। জোড়া গোল করেন সুয়ারেজ। বার্সা অধিনায়ক এই ম্যাচেও গোল না পেলে জোড়া অ্যাসিস্ট করে এই মরসুমে সর্বাধিক অ্যাসিস্ট এর তালিকায় সবার উপরে উঠে আসেন।
কিন্তু অঘটন ঘটার তখনো বাকি ছিল। ৮৭ মিনিটে বক্সের ঠিক বাইরে রাফিনহা কে ফাউল করেন পিকে। ২০ গজ দূর থেকে অসাধারণ এক ফ্রি-কিকে বার্সা গোলরক্ষক টার স্টেগেনকে বোকা বানিয়ে ২-২ করেন সেল্টা অধিনায়ক আসপাস। শেষ মুহূর্তের নাটকীয় গলে পয়েন্ট হারায় বার্সা।
এই ড্রয়ের সুবাদে ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা শিবির।
কারণ এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সোমবার এস্পানিয়লের বিরুদ্ধে জয় পেলে শীর্ষস্থান দখল করবে রিয়াল।
Be the first to comment