রবিবার বার্সেলোনার নু ক্যাম্পে লেভান্তের বিরুদ্ধে লিওনেড মেসি তাঁর ৪০০তম ম্যাচ গোল করে জার্ড মুলারের ৩৬৫ গোলের রেকর্ড স্পর্শ করেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫ গোলের কৃতিত্ব ছিল জার্মান স্ট্রাইকার জার্ড মুলারের, যা ইউরোপের সেরা ৫ লীগে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। জার্মান লীগে এ রেকর্ড গড়তে ৪২৭ ম্যাচ খেলেন মুলার। মেসি ২৭ ম্যাচ কম খেলেই এ রেকর্ড স্পর্শ করলেন। লা লিগায় রবিবার লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় ছিনিয়ে নেয় বর্সেলোনা। এ জয়ে লীগ তালিকার ৪ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে রইলো বার্সেলোনা। মেসি ছাড়াও এই ম্যাচে গোল করেন লুইস সুয়ারেজ ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো। লা লিগায় ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৯ ও ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া।
ফাইল ছবি
Be the first to comment