আর্জেন্টিনার জন্য ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ একটা অন্য মাত্রা বহন করে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ফাইনালে হেরে যায়। মেসিদের বিশ্বকাপ ঘরে তোলা হয়নি। এরপর রাশিয়া বিশ্বকাপে যাওয়া নিয়েই ছিল বড় সংশয়! শেষ পর্যন্ত মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে গেছেন। সমর্থকদের মধ্যে নতুন স্বপ্নের সঞ্চার করেছেন। ভক্তরা এখন চান মেসি একটা বিশ্বকাপ জিতুক। আর মেসি মনে করেন, সারা বিশ্বের সমর্থকদের জন্য এবার বিশ্বকাপ জেতা উচিৎ।
লা করনিসা’র এক টেলিভিশন অনুষ্ঠানে মেসি বলেন, ‘আমি দেখেছি, সারা বিশ্বের অসংখ্য মানুষ প্রত্যাশা করে ২০১৮ বিশ্বকাপটা যেন আমার জন্য ভালো যায়। তারা চায় আমি যেন এবারের বিশ্বকাপটা জিতি। সমর্থকদের এই প্রত্যাশা আমাকে ভালো খেলার তাড়না দেয়।’ বিশ্বের সকল প্রান্তের ভক্তরা আর্জেন্টিনার বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়াটা প্রত্যাশা করে উল্লেখ করে। এই প্রসঙ্গে মেসি বলেন, ‘সমর্থকরা আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক এই প্রার্থনা করে। কারণ তারা চায় আমি যেন বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
ফাইল ছবি
Be the first to comment