নিজের নামে একটি খেলাধুলার সামগ্রী এবং পোশাকের ব্র্যান্ড খোলার জন্য আবেদন করেছিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু এতে বিপত্তি বাধায় আরেক ‘মেসি’। যদিও উচ্চারণ একইরকম হলেও দুই পক্ষের বানান আলাদা।
বাইসাইকেলের যন্ত্রাংশ তৈরির স্প্যানিশ প্রতিষ্ঠান ‘মেসি’র অভিযোগ ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের প্রস্তাবিত ব্র্যান্ডের নাম তাদেরটির সঙ্গে সাংঘর্ষিক। এতে ক্রেতাদের মনে সংশয় সৃষ্টি হতে পারে। ফলশ্রুতিতে মামলা গড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন আদালতে। তবে বৃহস্পতিবার আদালতের এক রায়ে বলা হয়, ‘লিওনেল মেসি মেসি’ নামে খেলাধুলার সামগ্রী এবং পোশাক বিক্রির জন্য ‘ট্রেডমার্ক’ হিসেবে নাম নিবন্ধন করাতে পারবেন। এই দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হওয়ায় মেসির সামনে আরও উপার্জন করার সুযোগ থাকছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লিওনেল মেসি এখন ক্রীড়া পণ্যে নিজের নাম ‘ট্রেডমার্ক’ হিসেবে ব্যবহার করতে পারবেন। গত সাত বছর ধরে আইনি লড়াই চলার পর ইউরোপের একটি আদালত মেসির পক্ষে এই রায় দিয়েছে।
বার্সেলোনা তথা আর্জেন্টিনার তারকা মেসি সাত বছর আগে নিজের নামে ‘ট্রেডমার্ক’ হিসেবে নিবন্ধনের জন্য আদালতে আবেদন করেছিলেন, যাতে ক্রীড়া পণ্যে নিজের নাম ‘ট্রেডমার্ক’ হিসেবে ব্যবহার করতে পারেন তিনি। তবে মেসির সেই আবেদন চ্যালেঞ্জ করে স্প্যানিশ একটি সাইক্লিং ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নাম ‘ম্যাসি’। ইংরেজিতে যা লেখা হয় Massi বানানে। অন্যদিকে ফুটবলার মেসির নামের ইংরেজি বানান হচ্ছে Messi। স্প্যানিশ ব্র্যান্ডের যুক্তি ছিল, দু’টি নাম একইরকম এবং ইংরেজি বানানও খুব কাছাকাছি। সে কারণে বিশ্বে পণ্যের ক্রেতাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তবে সাইক্লিং ব্র্যান্ড ‘ম্যাসি’র যুক্তি আদালতে টেকেনি। শেষ পর্যন্ত ইউরোপের আদালত মেসির পক্ষেই রায় দিয়েছে।
ফাইল ছবি
Be the first to comment